“শাইলকের বাণিজ্য বিস্তার” : বিশ্বায়নের পৃথিবী

 কথকতায় প্রকাশিত। পত্রিকায় পাঠের লিঙ্ক: 

শাহযাদ ফিরদাউস শাইলকের বাণিজ্য বিস্তার উপন্যাসে এক বিশেষ চিন্তাকে ব্যবহার করেছেন। আধুনিক বিশ্বে গ্লোবালাইজেশন কীভাবে সর্বব্যাপী প্রভাব ফেলেছে তা-ই  উপজীব্য এ-উপন্যাসে। বিশ্বায়নের ফল মুক্তবাণিজ্যের সর্বগ্রাসী অর্থনৈতিক ক্রিয়াকাণ্ড। এর নগ্নতা ও কুশ্রীতা এতে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এ-উপন্যাসের কাহিনি কাঠামো সরল হলেও চিন্তা কাঠামো মোটেও তা নয়। লেখাটি কথকতা প্রকাশ করেছে। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন