পাঠের লিঙ্ক : বাংলার নিজস্ব সাহিত্য-চিন্তার পথ
বাংলার নিজস্ব সাহিত্যতত্ত্ব আসলে কী? দুর্ভাগ্যজনক হলেও বাংলা সাহিত্যের নিজের তেমন কোনো তত্ত্ব নেই, যা দিয়ে সাহিত্য-বিশ্লেষণ করা যায়। বস্তুত রবীন্দ্রনাথ-অবনীন্দ্রনাথের পরে তা নিজস্বতার পথে হাঁটেনি বলা যায়। তারপরেই আমরা জোরালোভাবেই একপেশে ইউরোপীয় নন্দনভাবনা দ্বারা তাড়িত হয়েছি ইচ্ছা বা অনিচ্ছায়। আমাদের সাহিত্যতত্ত্ব বলতে প্রাচীন ভারতীয় কাব্য-ভাবনার দিকে দৃষ্টি যায়। ভারতীয় বিশেষত ধ্রুপদী তত্ত্ব সম্পর্কে বলাই যায় যে, তা অনেক প্রাচীন। ভারতীয় বা ইউরোপীয় তত্ত্বের মৌলিক ভাবনার মধ্যে সাদৃশ্য বা পার্থক্য উভয়ই বিদ্যমান। দীর্ঘ উপনিবেশের ফল কন্টিনেন্টাল/সাব-কন্টিনেন্টাল শিল্পতত্ত্ব সম্পর্কে উদাসীনতা। কিন্তু প্রাচীন ভারতীয় কাব্য/নন্দনতত্ত্ব-সূত্রে বর্তমান সাহিত্য-বিশ্লেষণের গভীরে প্রবেশ করে সাহিত্যে এর প্রায়োগিক বাস্তবতা অস্বীকার করা যায় না। নিদেনপক্ষে এর তাত্ত্বিক প্রয়োজনীয়তাকে স্বীকার করে নিতেই হয়। এ-সূত্রেই ইউরোপীয় মৌলিক ভাবনা ও ভারতীয় কাব্যতত্ত্ব উভয়ের অন্তর্নিহিত কিছু মৌলিক চিন্তা-দর্শন রয়েছে, যা ব্যাখ্যা-বিশ্লেষণ করা জরুরি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন