সত্যেন সেনের ‘অভিশপ্ত নগরী’ ও রাজা-নিয়োগ



একসময় পৃথিবীতে রাজা/শাসক ছিলো না। যখন সমাজ তৈরি হলো, এর ভালোমন্দ দেখার ভার কিছু লোকপ্রধানদের ওপর নিযুক্ত হলো। সীমিত কিছু বিচার-আচার, নিয়মকানুনের মধ্যে তারা শান্তিতেই বসবাস করছিলো। কিন্তু এতে তাদের আশ মিটলো না। একসময় তারা রাজার প্রয়োজন অনুভব করলো। অর্থাৎ খাল কেটে কুমির নিয়ে এলো! মাঝে মাঝে তাই ভাবি-- মানবপ্রকৃতিই তাদের সর্বনাশের কারণ। অন্যদিকে পশুরা খাচ্ছে-দাচ্ছে জীবনযাপন করছে, দলাদলি করছে না, দলবেঁধে যুদ্ধও করছে না। অথচ হেন অপকর্ম নেই, যা মানুষ করছে না।

সত্যেন সেন তাঁর ‘অভিশপ্ত নগরী’ উপন্যাসে দেখাচ্ছেন-- এক সময় ইহুুদিদের কোনো রাজা ছিলো না। কী অদ্ভুত কারণে একদিন তাদের মতিভ্রম ঘটলো! বিচারপতি শামুয়েলের আমলে তারা দলবেঁধে তাঁর কাছে গিয়ে আরজি প্রকাশ করলো যে, তাদের একজন রাজা চাই। তারা বললো, “অন্য জাতির মতো শাসন ও বিচার করবার জন্য আপনি আমাদের একজন রাজা দিন।”

বিচারপতি শামুয়েল তাদেরকে পইপই করে বললেন, দেখো, “তোমাদের ওপর যেই রাজা থাকবেন তাঁর এই নিয়ম থাকবে যে, তিনি তোমাদের আপনার রথ ও অশ্বের জন্য নিযুক্ত করবেন।” তার মানে তিনি অধিকার বলে মানুষকে চাকরবাকরের মতো ব্যবহার করবেন।

শামুয়েল আরও সাবধান করলেন যে, তিনি যে রথ বানাবেন, তা চালনা করতে হবে জনগণকেই। তিনি একদিন ক্ষমতাবলে সকল কিছু অধিকার করে বসবেন। তোমাদের কেউ কেউ তার ভূমিচাষ ও শস্যকাটবার কাজে নিযুক্ত হবে। তিনি তোমাদের মেয়েদের সুগন্ধ প্রস্তুতকারিণী, পাচিকা ও রুটিওয়ালীর কাজে নিযুক্ত করবেন। তোমাদের শস্যক্ষেত্র, দ্রাক্ষাবন ও জলপাইগাছগুলোকে নিজের দাসদের হাতে দিয়ে দেবেন।

শুধু এইসব নিয়ে ক্ষান্ত হবেন, তা নয়, রাজা তোমাদের শস্য ও দ্রাক্ষার এক দশমাংশ আপন কর্মচারী ও সেবাদাসদের হাতে দিয়ে দেবেন। তিনি তোমাদের উত্তম যুবকদেরকে ও তোমাদের দুগ্ধদানকারী গাভীগুলোকে আপন কার্যে নিযুক্ত করবেন। তিনি তোমাদের মেষসমূহের এক দশমাংশ গ্রহণ করবেন।

যারা রাজা চাইতে এসেছিলো, শামুয়েল তাদেরকে সাবধানবাণী দিয়ে দিলেন-- এভাবেই রাজার ট্যাক্সের ভারে তারা জর্জরিত হয়ে উঠবে। তিনি হবেন অমিতবিক্রমশালী আর অযথাই তাদের মাথার ওপরে ছড়ি ঘোরাবেন। কিন্তু পেছনে ফেরার পথ আর অবশিষ্ট থাকবে না। কারণ ততোদিনে রাজা তার আইন ও সংবিধান তৈরি করে ফেলেছেন।

এরপর শামুয়েল যা বললেন,

“সেদিন তোমরা তোমাদের মনোনীত রাজার কারণে উচ্চস্বরে ক্রন্দন করবে।” সেদিন তারা মাথা কুটবে এই ভেবে যে, “কী প্রয়োজন ছিল আমাদের রাজার? যেন ভিটেমাটি বিক্রি করে গয়না পরবার সখ।”

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন