প্রবন্ধ-পাঠের লিঙ্ক : ভাষা নীতি এবং একটি ‘২১’
ভাষা নীতি ও পরিকল্পনা একটি বিশ্বজনীন ব্যাপার। ভাষা সম্পর্কিত চিন্তা ও তার
সুষ্ঠু প্রয়োগ ভাষাকে শৃঙ্খলা দেয়। তাই এ-বিষয়ে নীতি ও পরিকল্পনা নির্ধারণ করা
হয়ে থাকে। এই নীতি ও পরিকল্পনা জাতিতে জাতিতে ভিন্ন হয়ে থাকে। তবু ভাষা
নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা প্রায় সব দেশেই বিবেচ্য। তা না হলে ভাষা-বিশৃঙ্খলা
অবশ্যম্ভাবী। সেটা আমাদের বাংলা ভাষায়ও দেখতে পাচ্ছি। বাংলা ভাষার ওপর
কালে কালে অত্যাচারের বুলডোজার চালানো হয়েছে। ফলে সংহত একটা
বানানরীতি যা সর্বসম্মত হতে পারতো, তা পর্যন্ত এখনও দূর অস্ত। কিন্তু এমনটা
তো হওয়ার কথা ছিল না। বাংলা ভাষায় এমন এমন সাহিত্যিকের জন্ম হয়েছে,
যাঁদের চিন্তাকে গ্রহণ করলে ভাষার এই পঙ্কিলতা দেখতে হতো না। বিস্তারিত
এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।
উত্তরমুছুন