যাবে ইতিহাস তোমাদের বাড়ি




ইতিহাস মানে তোমাদের কাছে 

রাজার পুরনো বাড়ি।

ইতিহাস তো সময়ের রেখা ধরে 

মানুষের শুকনো হাড়ি।

হাড়িত ভাত নাই নিত্য আবেশী

চালচুলো সব গেছে ওড়াউড়ি।

অথচ তোমরা বসে বসে ওপরে

খাচ্ছো সখের ফল ফলন্ত, ফুলের নতুন কুঁড়ি।


ওরা মরলেই তবে বাঁচি

হাঁ বাঁচা মানে ওদেরকে মারো,

হেঁচকা টানে জাতার নব ঘুরাও

আর করাও বস্ত্র টানাটানি।


হাঁ দ্রৌপদী ঘুরিয়ে ঘুরিয়ে তবে পেষো জোরাজুরি,

ইতিহাস যেতে চায় তোমাদের রাজবাড়ি।


করো কাড়াকাড়ি আর টাকাকড়ি

ভাঙো রুক্ষ মাথায় বেল।

দাও তেলে মাথাতেই তেল।

তবেই তো ইতিহাস হবে আর যাবে তোমাদের বাড়ি।


সম্পর্ক তোমার নাড়ির টানে

তবু কেটে নাও নাড়ি।

আজ মরে যাবে ধসে যাবে

হে অনাগত সন্তান আমার

নিমন্ত্রণ যেও না ভুলে,

যাবে ইতিহাস তোমাদের বাড়ি।

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন